খেলাধূলা

আর মুখ দেখাবো না বলেছেন সাকিব

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ১:৩৫:৪৮

0Shares

শেয়ার করুন

 

 

আলোচনা থেকে যেন সরেই আসছে না সাকিব আল হাসানের নাম। কখনো দল নিয়ে সিদ্ধান্তে উঠে আসছে তার নাম। কখনো বা নিজেই ইন্টারভিউ দিয়ে আলোচনায় আসছেন। আর মাঠের ক্রিকেটে তো সাকিব আলোচনায় আছেন নিয়মিত।

 

এবার ফেসবুকেও বেশ সরগরম সাকিব। আজ বুধবার অন্যরকম এক পোস্ট দেখা গেল সাকিবের ফেসবুকে। এক লাইনের সেই স্ট্যাটাসে টাইগার অধিনায়ক লিখেছেন, এই মুখ আর দেখাবো না। সঙ্গে নিজের একটি সেলফিও আপ্লোড করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

 

 

এর আগে বুধবারই আরও একটি বিজ্ঞাপনে হাজির হয়েছেন সাকিব আল হাসান। সেই বিজ্ঞাপনে অবশ্য সাকিবের সঙ্গে ছিলেন তামিম ইকবাল। জাতীয় দলে তাদের মনোমালিন্যের খবর অজানা নয়। তবু, বিজ্ঞাপনের বার্তায় দুজনেই এক হবার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের বিজ্ঞাপনে এক হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা। যেখানে দুজন মিলে আলাপ করেন তাদের ফতুল্লায় যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কথা। শেষের বার্তায় জানিয়েছেন, দেশের স্বার্থে আরও একবার এক হওয়ার কথা।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content