সারাদেশ

আশুলিয়ায় বাবা-মা ও সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ১১:২০:১৩

0Shares

শেয়ার করুন

সাভার উপজেলা প্রতিনিধি-আশুলিয়ায় একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।আশুলিয়ার ইউনিক ফকির বাড়ি এলাকার একটি ৫ তলা বাড়ির চতুর্থ তলার একটা ফ্লাট থেকে শনিবার (৩০ সেপ্টেম্বর )রাত দশটার দিকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। বাবা-মা ও সন্তানের গলা কাটা হত্যার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাটিতে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে গেলে জানা যায়, মোঃবাবুল হোসেন,সাহিদা বেগম ও ছেলে মেহেদী হাসান। তারা ইউনিক এলাকায় অনেক দিন ধরে ভাড়া বাসায় থাকতেন।তবে গ্রামের বাড়ির ঠিকানা এখন পযর্ন্ত জানাতে পারেনি।

নিহতদের প্রতিবেশিদের কাছ থেকে জানা যায়,নিহত বাবুল হোসেন ও তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় ৬/৭ বছর যাবৎ তারা এই বাড়িতে ভাড়া থাকতেন।তবে প্রতিবেশিদের সাথে তেমন যোগাযোগ বা পরিচয় ছিলোনা তাদের।আজ শনিবার সন্ধ্যায় আশপাশের ভাড়াটিয়ারা একটি বিশ্রি দূর্গন্ধ পাচ্ছিলাম,পরে আমারা খোঁজ করে দেখি বাবুল হোসেনের ফ্লাট থেকে দূর্গন্ধটি আসে। তখন তার দরজা লক ছিলোনা কিন্তু চাপানো ছিলো।পরে আমরা দরজা খুলে ভিতরে গেলে প্রথমে স্ত্রী সাহিদা ও ছেলে মেহেদীর গলাকাটা লাশ বিছানায় দেখতে পাই,পরে আরেক রুমে বাবুল হোসেনের গলাকাটা লাশ দেখতে পাই।পরে আমারা পুলিশকে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ব‍্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক ( ওসি অপারেশন )জামাল সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন,তিন জনের গলাকাটা লাশ উদ্ধার করেছি।ধারনা করা হচ্ছে তাদের কে হত্যা করা হয়েছে।তবে এখনো কারণ জানতে পারিনি,তদন্ত চলছে।পরবর্তিতে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মোঃ আব্দুল কাদের/


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content