আইন-শৃঙ্খলা

আহত পুলিশ সদস্যদের খোঁজ নিতে ঢামেকে ডিএমপি কমিশনার

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ১২:২১:২২

0Shares

শেয়ার করুন

বিএনপি’র সমাবেশের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন তাদের সুস্থতার সার্বক্ষণিক তদারকি করছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সোমবার রাত সাড়ে দশটার পর আহত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার।

 

তাদের সাথে কথা বলেন, পরে রাত পৌনে এগারোটার দিকে চলে যান। ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বর্তমানে আমাদের পুলিশ সদস্য তিনজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে নায়েক আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর, সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দু’জন আব্দুস সামাদ ও জাহিদ হাসান ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও হোসাইন নামে আহত আনসার সদস্য রয়েছেন তাদের আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content