বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট জরুরি, যা দেশে সম্ভব নয় বলে জানিয়েছেন তার চিকিৎসক প্রফেসর এ বি সিদ্দিকী। তিনি বলেন, মৃত্যুঝুঁকিতে বেগম খালেদা জিয়া। বাংলাদেশে আর কোন চিকিৎসা নেই তাঁর।
সোমবার (৮ অক্টোবর) বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার বুকে ও পেটে পানি জমেছে, যার চিকিৎসা খুব জরুরি।
চিকিৎসকরা জানান, হৃদরোগ, কিডনী সমস্যা, আর্থাইটিস, ডায়বেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। তবে এই মুহুর্তে তার বড় সংকট লিভার সিরোসিস। এ কারণেই পেটে পানি আসা, রক্তক্ষরণসহ শারীরিক নানা জটিলতা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের। বাংলাদেশের চিকিৎসকরা সাময়িকভাবে জরুরি ব্যবস্থা নিচ্ছেন। তবে এটি কোন কার্যকরি পদক্ষেপ নয়।
এই মুহুর্তে লিভার ট্রান্সপ্লান্টই বেগম খালেদা জিয়া মূল চিকিৎসা। যার জন্য দ্রুত দেশের বাইরের উন্নত সেন্টারে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। তারা জানান, পেটে পানি, ফুসফুসের সংক্রামনে বেশ অসুস্থ বেগম জিয়া। বাংলাদেশে এখন আর কিছু করার সুযোগ নেই।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ