সারাদেশ

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের নিরুত্তাপ হরতাল

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ১২:৪৭:২৭

শেয়ার করুন

 

 

চট্টগ্রামে ঢিলেঢালাভাবে শেষ হয়েছে বিএনপি-জামায়াতের ডাকা রোববার (২৯ অক্টোবর) দিনব্যাপী হরতাল। এদিন সড়কে যানবাহন চলেছে, তবে অন্য দিনের তুলনায় কম। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। সকালে দোকানপাট কম খুললেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা স্বাভাবিক হয়েছে।

নগরজুড়ে পিকেটিং, গাড়িতে অগ্নিকাণ্ড কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন সড়কে এদিন দাপট ছিল রিকশা, অটোরিকশা, টেম্পু ও মিনিবাসের। দূরপাল্লার বাস হাতেগোনা কয়েকটি ছেড়ে গেলেও যাত্রী ছিল কম। হরতালের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রাম রেলস্টেশনে। যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। একইসঙ্গে স্টেশনে পৌঁছেছে সবকটি ট্রেন।

হরতালে সরকারি অফিস আদালত ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। তবে উপস্থিতি কম ছিল। দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রায় সব দোকান খোলা ছিল। তবে ট্রাক কম ঢুকায় বেচাকেনা অন্যদিনের তুলনায় কম হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হরতালকে কেন্দ্র করে ছোট ছোট কয়েকটি মিছিল বের করেছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এসবের স্থায়িত্ব ছিল কম। একইভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে। তবে কোথাও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে বিভিন্ন মোড়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। গুরুত্বপূর্ণ মোড়ে সাঁজোয়াযান নিয়ে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। বিএনপির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সামনে দিনের বেশিরভাগ সময়ই মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। হরতালের পক্ষে-বিপক্ষে খণ্ড খণ্ড মিছিল হলেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তেমন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

চট্টগ্রাম জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, জেলার কোথাও হরতালের কোনো প্রভাব পড়েনি। যান চলাচল একেবারেই স্বাভাবিক ছিল। বিভিন্ন মোড়ে ট্রাফিক সার্জেন্ট যানজট সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে পড়েছেন। এছাড়া জেলার কোথাও যানবাহনে অগ্নিকাণ্ড কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, হরতালে খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে প্রায় সব দোকানই খোলা ছিল। তবে অন্যদিনের তুলনায় ট্রাক কম ছিল। তাই বেচাকেনা একটু কম হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, সকাল থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাইনি।

চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, হরতালের মধ্যে চট্টগ্রাম থেকে সবকটি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। সবগুলো ট্রেন যথাসময়ে পৌঁছেছে।

এর আগে শনিবার রাজধানীতে সমাবেশে হামলার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। একইদিন সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content