জাতীয়

‘জামায়াত মাঠে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ১১:৩৪:১৩

শেয়ার করুন

আওয়ামী লীগ ও বিএনপিকে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সমাবেশের অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। কিন্তু অনুমতি না পেলেও সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, জামায়াত মাঠে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন রাতে জামায়াতকে সমাবেশের অনুমতি না দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দ অনুযায়ী স্থানে ২৮ অক্টোবর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে ডিএমপি অনুমতি না দেওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামী সমাবেশ করতে অনড়। দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে শাপলা চত্বরে সমাবেশ করার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরেও যদি তারা সমাবেশ করতে মাঠে নামে তাহলে কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবেই জামায়াতকে ছাড় দেওয়া হবে না।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content