স্টাফ রিপোর্টার:কলারোয়ার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।
জনসংযোগকালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিবে বাংলাদেশ কংগ্রেস।
নির্বাচনমুখী ছয়টি দল নিয়ে সম্প্রতি জাতীয় জোট গঠন করেছে বাংলাদেশ কংগ্রেস। এ্যাডঃ ইয়ারুল ইসলাম জেটটির মুখপাত্র। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় জোটের অন্য দলগুলো হচ্ছে বাংলাদেশ পিপলস্ পার্টি, গণঅধিকার পার্টি-পিআরপি, বাংলাদেশ বেকার সমাজ-বাবেস, বাংলাদেশ গ্রীন পার্টি ও বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টি।
কলারোয়ার কেড়াগাছী, সোনাবাড়িয়া, কেরালকাতা ইউনিয়ন ও কলারোয়া পৌর এলাকায় জনসংযোগকালে জাতীয় জোটের মুখপাত্র এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাব প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলী ও কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল।
মোঃ আদম আলী
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ