সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ জনাব বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গতকাল ০৪/১০/২০২৩ ইং তারিখ, এসআই রাজীব মন্ডল, এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর পারুলিয়া সাকিনন্থ চারা বটতলা জনৈক আবু তালেব এর চায়ের দোকানের সামনে শ্যামনগর হতে সাতক্ষীরা গামী পাকা রাস্তার উপর হইতে ১৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ আসামী চর রহিমপুর গ্রামের মৃত আনসার গাজীর পুত্র আশরাফুল ইসলামকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। মামলা নং-০২, তারিখ-০৫/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ । আসামীকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ