গত সোমবারও হোয়াইট হাউসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিসের এক কর্মীকে বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডার কামড়ে দিয়েছিল।
গত দু’বছরে মোট ১১ জন তার শিকার হয়েছে! আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বাসভবন হোয়াইট হাউসের পাশাপাশি ডেলাওয়ারের পারিবারিক বাড়িতেও তাঁর পোষ্য কুকুর কমান্ডার হামলা চালিয়েছে নিরাপত্তারক্ষী এবং গোয়েন্দা আধিকারিকদের উপর।
একের পর এক ঘটনার জেরে শেষ পর্যন্ত দু’বছর বয়সি ওই জার্মান শেপার্ডটিকে হোয়াইট হাউস থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। বুধবার আমেরিকার প্রেসিডেন্টের দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ