আইন-শৃঙ্খলা

মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে : ডিএমপি কমিশনার

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ১১:৪৫:৪২

0Shares

শেয়ার করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবির তুলে আনার কারণ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেছেন, তাঁকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে যদি আমরা তেমন কিছু পাই, তদন্তের পর, তখন বলা যাবে। এ মুহূর্তে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলাসহ অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তাদের খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি।

তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে প্রমাণের ভিত্তিতে আমরা আরো গ্রেপ্তার করব।
রবিবার সকাল ৯টা ২০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করেছে ডিবি। সকাল পৌনে ১০টার দিকে তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content