বিজ্ঞপ্তি

মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লিডার বদরুল আলম মারা গেছেন

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ১০:১২:১৪

শেয়ার করুন

মহান স্বাধীনতা যুদ্ধে কিলো ফ্লাইটের অকুতোভয় বৈমানিক স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বদরুল আলম কিলো ফ্লাইটের বৈমানিক হিসেবে সরাসরি আকাশ যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তৎকালীন ফ্লাইং অফিসার বদরুল আলমকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। ২০১৬ সালে মহান স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী নাদিরা আলম, এক মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content