প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৩ , ৪:৫৫:৫৩
সরকার পতনের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল কার্যত বন্ধ। শহরতলীর বাসও রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। মহাসড়ক গুলো ফাঁকা। পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে।
ঢাকা-নারায়নগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরানিগজ্ঞ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা যাচ্ছে।
সাধারণ জনতা ভোগান্তিতে একজন বলেন এটা সরকারি হরতাল।
সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরুর কথা জানান তিনি। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,উপর মহল থেকে নির্দেশনা আছে গাড়ী বন্ধ রাখার।কিন্তু এই উপর মহলটা কে জানতে চাইলে বলতে রাজি হননি।