প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৩:১৬:১৯
গেল বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। একদিন পরই বিশ্বকাপ অভিযানে নামছে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানরা।
বিশ্বকাপের আগে মাঠের বাইরে নানা বিতর্ক চললেও বাইশগজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্রিকেটারদের। এবার আশার কথা শোনালেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে বলেও মনে করেন সুজন।
আজ (৫ অক্টোবর) ধর্মশালায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘আমি মনে করি যে আমাদের অনেক ভালো সুযোগ আছে। আমরা ভালো কিছু করতে চাই সেমিফাইনাল, নকআউটে যেতে চাই। আমি জানি এটা করাটা কতটা টাফ (কঠিন)। কিন্তু আমি মনে করি আমাদের সামর্থ্য আছে।’
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের বিশ্বরেকর্ড
‘৩৫০ রান তাড়া করার ক্ষমতা আছে সাকিবদের’
দলে ভালো ক্রিকেটার আছে বলেও মনে করেন সুজন। বলেন, ‘যথেষ্ট পরিমাণ ভালো ক্রিকেটার আছে দলে। আমাদের সেই আত্মবিশ্বাস আছে। কোয়ালিটি বোলিং আক্রমণ আছে। সাথে আমাদের ভালো ব্যাটারও আছে। মুশি (মুশফিকুর রহিম), সাকিবের (সাকিব আল হাসান) মত অভিজ্ঞরা মাঝে ব্যাটিং করবে। সুতরাং আমার মনে হয় চ্যালেঞ্জ করার মত দল একটা। এর আগেও আমাদের প্রতি দলের সাথে ভালো খেলার রেকর্ড আছে, যদিও অনেক কম। তবে বিশ্বকাপ ভিন্ন মঞ্চ। আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ।’
সুজন আরও বলেন, ‘আমার মনে হয়, দলের অবস্থা খুবই ভালো। সাকিবও জয়েন করেছে দলের সাথে, অনুশীলন করেছে। দারুণ ইনটেনসিটি আছে দলে। ছেলেরা অনেক উদ্যমী ভালো খেলার লক্ষ্যে। টিম মিটিংও ছিল। দলের মধ্যে আত্মবিশ্বাসও আছে। ধর্মশালায় আগেও খেলার অভিজ্ঞতা আছে অনেকের। কাজে লাগবে আশা করি উইকেট ভালো দেখলাম।’
গণমাধ্যমের সমালোচনা করে বিসিবির এই টিম ডিরেক্টর বলেন, সুজন বলেন, ‘আমার মনে হয় (ক্রিকেটার) মনোযোগটা ক্রিকেটেই থাকুক। যেটা হয় অনেক সময় সাক্ষাৎকার থেকে কথা ছোট করে এমন একটা নিউজ আসে। হয়তো ছেলেটা যে কথা বললো, সরল একটি ভাবনা থেকেই বললো। অনেক সময় অনেক কাটা কাটা নিউজ হয়। যেগুলোর এমন ভয়ংকর শিরোনাম হয়, তাতে সবাই বিব্রত হই।’