খেলাধূলা

আরেকটু ভালো ব্যাটিংয়ের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ১২:৫৫:২৬

শেয়ার করুন

 

 

পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রথম ওয়ানডেতে হোঁচট খায় বাংলাদেশ। যদিও সর্বশেষ ম্যাচে সুপার ওভারে জিতে ১-১ সমতায় এনেছে নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে জয়ের ব্যাপারে আশাবাদই ব্যক্ত করলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, ‘যেহেতু আমরা আন্তর্জাতিক সিরিজগুলো খেলছি, আমাদের সুযোগ অনেক বেশি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটা হতে পারে পরবর্তী ম্যাচেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, দুটা পয়েন্ট অর্জন করতে পারি; তাহলে র‍্যাঙ্কিংয়ে আমরা আরও বেশি এগিয়ে যাব।’

শেষ ওয়ানডে নিয়ে জ্যোতির ভাবনা, ‘প্রথমত কাল একদম একটা ফ্রেশ ডে। মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কারণ আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। যেভাবে আমরা গত ম্যাচে জিতেছি, অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ থাকবে। আরো ভালো ক্রিকেট খেলে পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজটা নিশ্চিত করতে পারি।’

অবশ্য অধিনায়কের ভাবনায় দলের ব্যাটিং ব্যর্থতা। জ্যোতি বলেন, ‘আমরা ব্যাটিংয়ে সংগ্রাম করছি। যারা থাকছে হয়তোবা অনেক বেশি থাকছে; কিন্তু রান করতে পারছে না বা টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার দ্রুত আউট হচ্ছে। এই উইকেটে যদি আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারি…। আমি বলব, আমরা চোখে দেখার মতো যে ইস্যুগুলোর মুখোমুখি হচ্ছি। কালকের ম্যাচে যদি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে আরেকটু ভালো ক্রিকেট খেলতে করতে পারি, অন্তত ২০০ প্লাস একটা স্কোর দাঁড় করাতে পারি, যদি আগে ব্যাটিং করি, এই রান তাড়া করা তাদের জন্য অনেক কঠিন হবে।’

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content