আন্তর্জাতিক

কানাডায় ‘চ্যানেল আই উৎসব’র জন্য চুক্তি স্বাক্ষর

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ৫:০২:৩২

শেয়ার করুন

 

 

কানাডায় ‘চ্যানেল আই উৎসব’র জন্য চুক্তি স্বাক্ষর
কানাডার ক্যালগেরিতে আগামী বছর ‘চ্যানেল আই’র ২৬তম জন্মদিন পালনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে ‘চ্যানেল আই উৎসব’। দিনব্যাপী উৎসবে থাকবে বইমেলা, চিত্রকলা প্রদর্শনী, আলোচনাসভা, ফ্যাশন শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকবেন কানাডার বিভিন্ন প্রদেশের মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সুধীজনরা।

অনুষ্ঠানটিকে জাঁকজমকপূর্ণভাবে পালনের উদ্দেশ্যে ক্যালগেরির এম সি জি কলেজের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটির। এসময় উপস্থিত ছিলেন ক্যালগেরি এম সি জি কলেজের ভাইস প্রেসিডেন্ট ও ডিন টিম অগলিভ, ডিরেক্টর অব অ্যাডমিশন ও মার্কেটিংয়ের রাইসা আফ্রিদা, চ্যানেল আই উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান সমন্বয়কারী মৌ ইসলাম এবং চ্যানেল আই উৎসবের প্রধান আহসান রাজীব বুলবুল।

টিম অগলিভ বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির চর্চার এই উৎসবে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।’ ভবিষ্যতেও তার কলেজ চ্যানেল আই’র যেকোনো অনুষ্ঠানে যুক্ত থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

রাইসা আফ্রিদা বলেন, ‘প্রবাসে আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখতে চাই। সেই উদ্দেশ্যেই এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরব।’

মৌ ইসলাম বলেন, ‘প্রবাসে থাকলেও হদয়ে আমাদের বাংলাদেশ। এই উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে আমরা বাংলাদেশকে তুলে ধরব।’

আহসান রাজীব বুলবুল এম সি জি কলেজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই উৎসব বাংলাদেশ ও কানাডার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।’

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content