প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ১১:৫৯:৩০
নওগাঁয় নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার সভাপতি, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তারকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব-১।
রোববার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা।
জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক (রানা) এর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান বিএনপির মহাসমাবেশ উপলক্ষে গত ২৮ অক্টোবর ২০২৩ ইং রুহুল আমিন মুক্তারের নেতৃত্বে আমরা সারাদিন ঢাকায় অবস্থান করছিলাম , এসময় নওগাঁয় কোন নাশকতা হয়েছে কিনা তা জানিনা এবং শোনা নেই। বর্তমান সরকার বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে নস্মাৎ করতে নওগাঁ জেলা বিএনপি পরিবারের ২৭ জনের নামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়েছে তার মধ্যে জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার ৪ জন নেতৃবৃন্দ রয়েছেন। তিনি রুহুল আমিন মুক্তার সহ সকল কারান্তরীণ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।