প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১০:২২:২২
আজ দেশের সকল পত্রিকায় সংবাদে এসেছে বাড়তি প্রণোদনায় ডলারের দাম বেশি পাওয়ায় বৈধ পথে বেড়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার। এই অংক গত তিন মাসের সর্বোচ্চ।
বুধবার (১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের এ তথ্য পাওয়া গেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে লোকসান দিয়ে বেশি দামে ডলার কিনতে পারছে ব্যাংকগুলো। প্রবাসী আয়ে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার সঙ্গে ব্যাংকগুলো বাড়তি ২ দশমিক ৫ শতাংশ বেশি দামে ডলার কিনতে পারছে। মোট ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছে। ফলে বৈধ পথে দেশে রেমিট্যান্স আসছে। যার কারণে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে।
কিন্তু সিঙ্গাপুরে গত সপ্তাহে মিনি বাংলাদেশ নামে পরিচিত বা ফেরার পার্ক/ মোস্তফা প্লাজা এলাকায় (সিঙ্গাপুর টু ঢাকা গ্রুপ/পেইজের মাধ্যমে) গিয়ে বাংলাদেশের ব্যাংক গুলোতে টাকা পাঠিয়েছে এমন লোকজনের সাথে কথা বলে জানা যায়,বাড়তি আড়াই শতাংশসহ যে ৫ শতাংশ প্রণোদনা দেয়ার কথা তা ব্যাংক দিচ্ছে না।
এসময় অগ্রণী এক্সচেঞ্জ সিইও বায়জিদ হোসাইন বলেন ,যে এটা ঘোষণা হয়েছে মাত্র,এখনও কার্যক্রম শুরু হয়নি।৫ শতাংশ প্রণোদনা চালু হলে আমরা প্রবাসীদের অবশ্যই জানাবো।
পরে সিঙ্গাপুর টু ঢসকা পেইজ কতৃপক্ষ ন্যাশনাল ব্যাংকের সিইউ আজাদ মোহাম্মদ শহিদুল এর সাথে কথা বলে জানায়, ব্যাংক কতৃপক্ষ ঈচ্ছে করলে দিতে পারে আবার নাও দিতে পারে।এ নিয়ে আমার মনে হয় কাজ চলছে যা অতিদ্রুুতই হয়ে যাবে।
এসময় প্রশ্ন করা হয়- যেহেতু আপনারা আড়াই পারসেন্ট এর সাথে অতিরিক্ত আড়াই পারসেন্ট দিতে পারছেন না, তাহলে এটা মিডিয়াতে এ ধরনের প্রচারনা দেয়া উচিত হয়েছে কি না?
তিনি এ প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যান।তিনি বলেন হয় তো হবে কিন্তু কিছুটা সময় লাগবে।সকল ব্যাংকের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে হবে বলে আশা করি।এতে আমাদের কোন হাত নেই।
ঢাকা টু সিঙ্গাপুর গ্রুপের সেই ভিডিও লিংক-
https://fb.watch/o2EzP6jG6O/?mibextid=Nif5oz