প্রবাসীদের কথা

বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে!

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ১০:০১:০৫

শেয়ার করুন

এটাই শেষ যাত্রা আর কখনোই হয়তো আসা হবে না। ২০ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য জার্মানিতে পারি জমিয়ে ছিলাম। ১৫ বছর আগে। ঢাকায় দুটি ফ্ল্যাট কিনেছিলাম আমার নিজের টাকায়। একটা আমার মায়ের নামে আরেকটা আমার স্ত্রীর নামে। আমার মা আবার ফ্ল্যাট আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। দেশে আসার পর আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নেই তাকে আমার টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি সে এখন ভালো জব করছে। আর আমার স্ত্রী আমার কেনা টাকা দিয়ে ফ্ল্যাটে আমাকে ঢুকতে দেয়নি আমাকে নিষিদ্ধ করেছে। সে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে।

ঠিক বিনা কারণে বলা যাবেনা সে অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। বাংলাদেশের ২০ দিনের মতো হোটেলে ছিলাম।আর আপন মানুষের প্রতারণা গুলো মুখ বুজে সহ্য করলাম। টাকার কাছে সবকিছু অসহায়। নিজের রক্তের বেইমানি তারপর আপন স্ত্রী বেইমানি সবকিছু আমাকে বিপর্যস্ত করে ফেলেছে। Mentally ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে।Disruptive behaviour and dissocial disorders…!

যে মানুষগুলোর জন্য জীবনে এতগুলো বছর নষ্ট করলাম বিদেশে থেকে এত কিছু করলাম সেই মানুষগুলো আমাকে টিস্যু পেপারের মত ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে।।।

এমনটাই হওয়ার ছিল এটাই হয়তো ভাগ্যের লেখা।।।
আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কিছু শিখেছি-তারমানে এই না আমি শেষ হয়ে গেছি আমি নিঃস্ব হয়ে গিয়েছি।

এরকম ফ্ল্যাট আরো দশটা কেনার ক্ষমতা সৃষ্টি কর্তা আমাকে দিয়েছে কিন্তু কোন লোভ দেয়নি কোন অহংকার দেইনি।

কারো প্রতি কোনো অভিযোগ নেই কোথাও কোন বিচার দিব না বিচার এক জায়গায় দিয়ে রেখেছি তিনি নিশ্চয়ই সবকিছুর ঊর্ধ্বে নিরপেক্ষ বিচারক।।।
সংগৃহীত


শেয়ার করুন