রাজনীতি

বিএনপিকে ভাঙতে সরকারের কোনো অপচেষ্টাই সফল হবেনা-রিজভী আহমেদ

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ১১:১৩:৪৪

শেয়ার করুন

বর্তমান নির্বাচন কমিশন ‘সরকারের ক্রীড়ানক’ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।রবিবার বিকালে ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

শনিবারে সাভারের এক অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য তুলে ধরে রিজভী বলেন, ‘জয়ের দাম্ভিকতাপূর্ণ কণ্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত ও হতবাক হয়েছে। তিনি বলেছেন, আগামী ১০/১৫ বছরে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে আর থাকবে না।

তার মানে এই সময়ে তারা বিএনপিকে ধ্বংস ও নিঃশেষ করে দেবে।’
রিজভী বলেন, ‘বিএনপিকে ভাঙতে সরকারের কোনো অপচেষ্টাই সফল হয়নি। কোনো অপচেষ্টা বিএনপিকে ভাঙতে পারবে না।’

তিনি বলেছেন, বাংলাদেশের বিপজ্জনক অচলাবস্থার অবসান ঘটাতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে বাঁধভাঙ্গা আন্দোলনে স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়েছে।

অনিবার্য গণঅভ্যুত্থানের পদধ্বনি শুনতে পাচ্ছে বাংলাদেশিরা।
রুহুল কবীর রিজভী বলেন, স্বৈরাচারীনী নিপীড়কের পতনের কাউন্টডাউনের মধ্যে আরেকটি একতরফা পাতানো ভুয়া নির্বাচনের অপচেষ্টা চলছে। মেরুদণ্ডহীন পুতুল নির্বাচন কমিশন আওয়ামী নির্বাচনী তফসিল বাস্তবায়ন করতে মুখ লুকিয়ে জোরেসোরে মাঠে নেমেছে।

সারা দেশে আওয়ামী লীগ নারকীয় তাণ্ডব চালাচ্ছে দাবি করে রিজভী বলেন, আওয়ামী নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা যেন মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে অবস্থান করছেন।

বাড়ী ঘর, ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content