প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ৪:৫৭:৫১
নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন শেখ হাসিনা। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। জমা দেয়ার জন্য নিচতলায় একটি বুথ থাকবে।