প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৫:২২:৫৮
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে একজন। আজ শনিবার সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন মিলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভারতীয় নাগরিক ছবি বিশ্বাস(৩৬) ও অসীম কুমার(৪৫)। তারা ভারতের শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া সজীব নামে প্রাইভেটকারেট চালক আহত হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান,সাতক্ষীরা থেকে একটি তেলবাহী ট্রাকের সাথে ভোমরাগামি প্রাইভেটকারের উপর তুলে দেয়। প্রাইভেটকারের মধ্যে স্বামী ও স্ত্রী নিহত হয়। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রিয়াজুল ইসলাম/হক_কথা