প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৮:০৭:৩০
সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট বিশ্বকাপে চলছে শেষের আমেজ। প্রথম সেমিফাইনালে ৭০ রানের জয় পেয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত। আর দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে মাঠে নামতে যাচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতা শেষে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।
বিশ্বকাপের নকআউট পবে ‘চোকার্স’ তকমা থেকে এবার অন্তত বেরিয়ে আসতে চায় দক্ষিণ আফ্রিকা। এর আগে বিশ্বকাপে চারবার ১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সাল সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনোবারই ফাইনালের টিকেট পায়নি, এর মধ্যে ১৯৯৯ এবং ২০০৭ সালে এই অস্ট্রেলিয়ার কাছেই কপাল পুড়েছিল প্রোটিয়াদের।
অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার আছে ষষ্ঠ শিরোপার সন্ধানে। শুরুটা নড়বড়ে হলেও বিশ্বকাপের মাঝপথে ঠিকই ঘুরিয়ে দাঁড়িয়েছে তারা।