শিক্ষা

অনুমতি ব্যতিত কোচিংয়ের লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ৫:০৬:৫৮

শেয়ার করুন

শিক্ষানগরী রাজশাহীতে আগে থেকে অনুমতি ব্যতিত কোচিং ও প্রাইভেট সেন্টারের ব্যানার ও ফেস্টুন টাঙানো এবং লিফলেট ও হ্যান্ডবিল বিতরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য রাজশাহী সিটি করপোরশন (রাসিক) কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৯টায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে নগরীর কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার মালিকদের নিয়ে এ সংক্রান্ত এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভাতেও এসব নির্দেশনার কথা তুলে ধরা হয়। জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের আগে থেকে অনুমতি ব্যতিত নগরীতে কোনো প্রকার ব্যানার-ফেস্টুন টাঙানো যাবে না। কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত লিফলেট বা হ্যান্ডবিল বিতরণে অবশ্যই অনুমতি নিতে হবে। নগরীর পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখতে এ সিদ্ধান্ত।

এছাড়া কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স ও রেজিস্ট্রেশন হালনাগাদ করার বিষয়েও সকলকে অনুরোধ জানানো হয় সভায়। সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহীর পরিবেশকে আরও সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা করেছে রাসিক কর্তৃপক্ষ।

এদিন অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীম। তিনি বলেন, পূর্বানুমতি ব্যতিত কোনো প্রকার ব্যানার, ফেস্টুন, লিফলেট বা হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার চালানো যাবে যাবে না। নগরবাসীর যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অভ্যাসে অনেক পরিবর্তন এসেছে।

কাউন্সিলর নিযাম-উল-আযীম বলেন, সুন্দর পরিচ্ছন্ন নগরীর সুনাম দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। যার সুফল ভোগ করছে নগরবাসী। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিকনির্দেশনায় সুন্দর এ নগরীকে সাজিয়ে তুলতে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ। রাজশাহীর সুনাম আরও ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সরিফুল ইসলাম বাবু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ ও সান ডায়াল কোচিং সেন্টারের পরিচালক আহসানুর রহমান বক্তব্যে দেন। মতবিনিময় সভায় রাসিকের অন্যান্য ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টারের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, পূর্বানুমতি ব্যতিত কোচিংয়ের কাজে নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল। কিন্ত অনেকেই তা মানত না। আবারও হয়ত কোচিং মালিকদের জানানো হয়েছে। তবে এদিন সভায় আমি ছিলাম না।

তিনি বলেন, সবাইকে শহরের পরিবেশ সুন্দর রাখতে ভূমিকা রাখতে হবে। নির্দেশনা কেউ না মানলে বিধি মোতাবেক রাসিক কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content