রাজনীতি

অবরোধের সমর্থনে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১২:৩০:৪২

0Shares

শেয়ার করুন

 

 

সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনের টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। দলগুলো হলো গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, পিপলস পার্টি ও বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (১ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর তোপখানা রোড থেকে গণতন্ত্র মঞ্চের মিছিলটি শুরু হয়ে বিজয়নগর, পল্টন মোড় এবং প্রেস ক্লাব ঘুরে সচিবালয়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার বলছে যেকোনো মূল্যে তারা নির্বাচন করবে। কিন্তু আমরা দেশে আর কোনো একতরফা নির্বাচন হতে দেব না। এই সরকার আন্দোলন দমনের জন্য ভয়ংকর অপকৌশল গ্রহণ করেছে। বিরোধী দলের ওপর দায় চাপিয়ে সর্বাত্মক দমন-পীড়ন করতে চায়।

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে টেনে সাকি বলেন, গুলি করে দুজন শ্রমিককে হত্যা করেছে। হত্যা, গুম এবং দমন-পীড়নই এই সরকারের এখন একমাত্র পথ। কিন্তু হত্যা, গুম এবং দমন-পীড়ন করে স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে না।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কস পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান প্রমুখ।

অবরোধের সমর্থনে মতিঝিল থেকে শাপলা চত্বর ঘুরে নটরডেম কলেজের সামনে হয়ে আরামবাগ পর্যন্ত মিছিল করে গণফোরাম ও পিপলস পার্টি। এরপর সংক্ষিপ্ত সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিরোধী দলকে শেষ করতে এই গণবিরোধী সরকার প্রধান হুমকি-ধমকি দিয়ে তিনি যেনতেন ভাবে নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। ২০১৪ ও ২০১৮ সনের মতো জনগণবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে।

এ সময় আরও বক্তব্য রাখেন দলটির নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী প্রমুখ।

এদিকে অবরোধের দ্বিতীয় দিনে সংহতি জানিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে এবি পার্টি। পল্টন ও বিজয় নগর সড়কে সকাল থেকে অবস্থান নেন এবি পার্টির নেতাকর্মীরা। দলের কেন্দ্রী নেতৃত্বে তারা একটি বিক্ষোভ মিছিল করে জাতীয় রাজস্ব ভবন সংলগ্ন রাস্তায় পথ সভায় মিলিত হন।

পথ সভায় দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, সরকার জনগণের প্রতিপক্ষ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীকে দাঁড় করিয়েছে।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content