খেলাধূলা

ওয়ানডে এখন টি-টোয়েন্টির মতো হয়ে গেছে : মোসাদ্দেক

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ১০:১৬:৩১

0Shares

শেয়ার করুন

 

 

ভারত বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ দল। বিশেষ করে আসরজুড়ে ব্যাটিংয়ে বেশ ভুগতে হয়েছে টাইগারদের। তবে ঠিক কী কারণে এমন ভরাডুবি সেটা নিয়েও আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। অবশ্য স্কোয়াডের বাইরে থাকা টাইগার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন ভিন্ন এক কারণের কথা।

আজ (১৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে আধুনিক ক্রিকেট এখন অনেক বদলে গেছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টেও দেখবেন অনেক ইনটেনসিটি থাকে। ব্যাটাররা স্ট্রাইকরেট ঠিক রেখেই খেলার চেষ্টা করে। ওয়ানডে এখন টি-টোয়েন্টির মত হয়ে গেছে প্রায়। ম্যানেজমেন্ট হয়ত এসব মাথায় রেখেই কাজ করার চেষ্টা করে যাচ্ছে। সেভাবেই উন্নতি করার চেষ্টা করছে।’

নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা ভালো উইকেটের খেলার কথা জানিয়েছিলেন। এবার একই সুর মোসাদ্দেকেরও। ভালো উইকেটে খেলার তাগিদ দিয়ে এই ক্রিকেটার বলেন, ‘ভালো উইকেটগুলাতে খেললে প্রতিদিন ৪০০ না হলেও ৩২০-৩০ রান হবে। দক্ষিণ আফ্রিকার মত দল যারা অনেক ভালো খেলেছে তারা কিন্তু আবার নেদারল্যান্ডসের কাছে হেরেছে। উইকেট অনেক বড় ফ্যাক্ট। সেখানে ৩২০-৩০ রান করা এবং রান তাড়া করার সক্ষমতা থাকতে হবে।’

‘উইকেট অনেক ভালো হতে হবে। বগুড়ায় আমাদের টাইগার্স ক্যাম্প হয়েছিল, সেখানের উইকেটে আমার কাছে মনে হয়েছে ব্যাটারদের শট খেলার সুযোগ থাকে, স্কিলে উন্নতি আনা যায়। খারাপ উইকেটে খেললে ব্যাটারদের অনেক লিমিটেশন চলে আসে। অনেক শট খেলা যায় না। তখন উইকেট ভালো হলে ব্যাটাররাও অনেক শট খেলতে পারে, রান করতে পারে। বোলাররাও রান ডিফেন্ড করতে পারে ভালো উইকেটে।’-যোগ করেন মোসাদ্দেক।

 

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content