প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ১০:৩৯:৫২
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারায় সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি লাল-সবুজ দল। আগে বোল করতে নেমে শুরুতে তিন উইকেট ফালিয়ে লঙ্কানদের চেপে ধরলেও চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে বড় সংগ্রহের দিক এগোতে থাকে শ্রীলঙ্কা। সেই জুটি ভেঙে টাইগারদের ম্যাচে ফেরান সাকিব আল হাসান। তবে এর পরেই ‘অদ্ভুতভাবে’ আউট হন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো কোন ব্যাটার টাইম আউট হয় নি। আজ দীর্ঘ সময় লাগিয়ে নির্ধাহ্রিত সময়ের ভেতর ক্রিজে প্রবেশ করতে না পারায় আম্পায়াররা ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন। ফলে ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোন ব্যাটার টাইম আউট হয়ে সাজঘরে ফিরলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪৯ রান।