প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ৫:২৩:১৭

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনায় মুষলধারে বৃষ্টি
বরগুনায় ঘূর্ণিঝড় ‘মিধিলির’ প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দমকা হাওয়ায় সতর্কবার্তা দিচ্ছে উপকূলীয় এলাকার মানুষকে। জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৫ দশমিক ৫ মিলিমিটার।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মাহতাব হোসেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলির মোকাবিলায় বরগুনায় ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগ বেড়ে গেলে উপকূলীয় ইউনিয়নগুলোর জনপ্রতিনিধিদের সর্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন সিপিপি, রেডক্রিসেন্টসহ সকল সংগঠনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরগুনা উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ বলেন, আমরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সংকেত বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করব।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।





