সারাদেশ

চমেক হাসপাতাল থেকে নারী ‌‘দালাল’ আটক

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ৭:০৪:৩৬

শেয়ার করুন

 

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামে এক নারী দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়।

রিতা দাশের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে। তার স্বামীর নাম সুভাষ চৌধুরী। বর্তমানে রিতা চৌধুরী নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ এলাকায় থাকেন।

পুলিশ জানিয়েছে, আটক নারী বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content