সারাদেশ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সর্বোচ্চ সহায়তা করায় গ্রাম পুলিশ তরিকুল ইসলামকে সম্মাননা প্রদান

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ৯:৫৬:০৯

0Shares

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ম. তরিকুল ইসলামকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ইউনিয়ন পরিষদকে সর্বোচ্চ সহায়তা করায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গতকাল রবিবার (৫ নভেম্বর) দুপুরে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নুরুল হুদা, মিজানুর রহমান, আবুল খায়ের, মোঃ কামরুজ্জান, মোঃ মুস্তাফিজুর রহমান ময়না, শেখ লুৎফর রহমান,বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাকিম,মোঃ কুরবান আলী, ইউপি সদস্যা মোছাঃ আফরোজা খাতুন, মোছাঃ ময়না খাতুন, মোছাঃ নুরনাহার বেগম ও ইউপি সচিব শেখ আমিনুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ঢালি বলেন – প্রতিটা পুরস্কার ভালো কাজের প্রাপ্তি ও আরো ভালো কাজের উৎসাহ প্রদান করে। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিটি ভালো কাজের যথাযথ মূল্যায়ন করা।এসময় তিনি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রহ্মরাজপুর ইউনিয়নবাসীকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা প্রাপ্তি নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃআদম আলী/


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content