প্রথমে ঝগড়া, তারপরে মারামারি। স্ত্রী এতটাই হিংস্র হয়ে উঠলেন যে, রেগে স্বামীর কানই ছিঁড়ে নিলেন। বাবা-মায়ের এ রকম মারামারি দেখে ভয়ে কেঁপে উঠল ছেলে।
গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পাশের দেশ ভারতের দিল্লির সুলতানপুরী এলাকায় এ ঘটনা। আক্রান্ত স্বামী থানায় স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, গত ২০ নভেম্বর বাড়িতে ছিলেন যুবক। তার সঙ্গে স্ত্রীর ঝামেলা চলছিল। সেদিন সকালে আবর্জনা ফেলতে বাইরে গিয়েছিলেন তিনি। যাওয়ার সময় স্ত্রীকে ঘর পরিষ্কার করতে বলে যান। একসময় যুবক ফিরে এলেই অকারণে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করেন স্ত্রী। বেশ কিছুক্ষণ ঝগড়া চলার পর ঘর থেকে আবার বেরিয়ে যেতে উদ্যত হন যুবক। সেই সময়েই তার কাছে গিয়ে কানে কামড় দেন ওই নারী।
আক্রমণের শিকার যুবকের অভিযোগ, তার স্ত্রী সম্পত্তি ভাগ করার জন্য তাকে চাপ দিচ্ছিলেন। তিনি চেয়েছিলেন, স্বামীর সম্পত্তির অর্ধেক ভাগ নিয়ে আলাদা থাকবেন। তা নিয়েই দুজনের মধ্যে ঝামেলা চলছিল।
সূত্র-আনন্দ বাজার পত্রিকা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ