গাজীপুরের টঙ্গীতে রেললাইনে আগুন ও মহাসড়কে নাশকতার অভিযোগে বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমনকে আনুমানিক রাত ৮:৩০মিনিটে গ্রেফতার করেছে পুলিশ। সুমন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশের কাছে গ্রেফতার জাবেদ আহমেদ সুমন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি। অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে করা মামলার আসামি তিনি। তাকে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।
টংগী থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন উক্ত গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন-সরকার জাবেদ আহমেদ সুমনসহ ২৮ শে অক্টোবর থেকে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ