আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদিনে বাংলাদেশ আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৩ জন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি এর ৪ জন, জাতীয় পার্টির-জেপির একজন, জাকের পার্টির ২ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ২ জনসহ মোট ১৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া গতকাল সারাদিনে মোট ৬ জনপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ