সারাদেশ

তফসিল ঘোষণার প্রতিবাদে টংগীতে বিএনপি’র মশাল মিছিল

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ১০:১৩:৩৮

0Shares

শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে ‘প্রত্যাখ্যান’ করে প্রতিবাদে মহানগর ও জেলার বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে বিএনপি।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে বুধবার (১৫ নভেম্বর) রাতে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা।

টংগী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর নেতৃত্বে মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ করে নেতা-কর্মীরা।

রাত ১২টার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় নেতা-কর্মীরা রেললাইনে টায়ারে আগুন দেয় ও মশাল মিছিল বের করে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে স্লোগান দেয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, বুধবার সন্ধ্যায় রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা-কর্মীরা চলে যায়।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content