প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ১:৫৭:৪০
স্টাফ রিপোর্টার:- আজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ভিডিও বার্তা প্রকাশ করেন যার কারনে সারাদেশে লক্ষ করা যায় বিএনপি নেতা-কর্মীরা আগের থেকে খুব উৎসাহ ও উদ্দীপনা নিয়ে রাজপথে অবরোধের পক্ষে বিশাল বহর নিয়ে মিছিল করেছে।কিন্তু কি ছিল সেই ভিডিও বার্তায় আমরা তা আপনাদের সুবিধার্থে প্রকাশ করছি।
প্রিয় দেশবাসী,
গণতন্ত্রে জনগণের জন্য সুখবর হচ্ছে এখনো যারা বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে অতি দ্রুতই দেশে বিদেশে তাদের পালিয়ে থাকার দরজা বন্ধ হয়ে আসছে। অপরদিকে গণতন্ত্রের পক্ষে শক্তির দরজায় কড়া নাড়ছে বিজয়ের হাতছানি। আর ভোট ডাকাতদের জন্য অপেক্ষা করছে পরাজয়ের গ্লানি।গণতন্ত্রকামী জণগণের বিজয়ের অগ্রযাএা রুখে দিতে মাফিয়াচক্র আন্দোলনরত জণগণ এবং বিএনপির বিরুদ্ধে নানা রকম চক্রান্ত শুরু করেছে।
এতে বিভ্রান্ত না হওয়ার জন্য জণগণের কাছে আমি বিনীত আহ্বান জানাচ্ছি। বিএনপির বিরুদ্ধে গনবিরোধী অপশক্তির ষড়যন্ত্র নতুন নয়।ফখরুদ্দীন, মঈনউদ্দীনও ষড়যন্ত্র করেছিল এখন তারা নিরুদ্দেশ। বিএনপি সবসময় জনগণের সঙ্গে ছিল রয়েছে ইনশাআল্লাহ সবসময়ই থাকবে।জণগণ বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। অতএব জণগণ এবং আপনারা যেহেতু সবসময় বিএনপির সঙ্গে রয়েছেন বিএনপির হারানোর কিছু নেই। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হারিয়ে যাবে ইনশাআল্লাহ্