বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমতাসীনদের পদত্যাগের পর তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। এই দাবি না মানলে পরিণতি ভয়ঙ্কর হবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
রিজভী আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোর হুঁশিয়ার দিয়ে বলতে চাই—এই তফসিল নাটক বন্ধ করুন। আগে পদত্যাগ করুন। কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন। এই আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন, তারপর তফসিল। দাবি না মানলে পরিণতি হবে ভয়ঙ্কর।’
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ