সারাদেশ

দেবহাটা থানা পুলিশের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৪:১৯:৪৫

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গত ১৩ নভেম্বর তারিখ এসআই শোভন দাশ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা হতে বহেরা গ্রামের নজির আলীর পুত্র আসামি ইব্রাহিম গাজী(২৮)কে এবং দঃপারুলিয়া গ্রামের আব্দুর রউফ সরদারের মেয়ে সনিয়া আক্তার আঙ্গুর (২২) কে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ দেবহাটা থানাধীন কুলিয়া ইউনিয়নের কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা টু কালীগঞ্জ মহাসড়কের উপর থেকে একই তারিখ রাত আনুমানিক ৯ টার সময় গ্রেফতার করেন। আসামীদ্বয়কে গতকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

রিয়াজুল ইসলাম/হক কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content