সারাদেশ

দেশে শিক্ষায় অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে : মেয়র টিটু

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ১২:২৪:২৮

শেয়ার করুন

 

 

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। তিনি শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী বলেই সকলের জন্য শিক্ষার সুযোগকে অবারিত করেছেন। শিক্ষা গ্রহণের এবং নিজেকে বিকশিত করার যে চমৎকার সুযোগ প্রধানমন্ত্রী সৃষ্টি করছেন তা ব্যবহার করে নিজেকে তৈরি করতে না পারলে তা হবে চরম ব্যর্থতা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মসিক মেয়র।

শিক্ষা ও নারী উন্নয়নসহ নানা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ ও অর্জন তুলে ধরে মেয়র টিটু বলেন, দেশে আজ মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। একসময় যা ছিল আমাদের স্বপ্ন, তা আজ বাস্তব।

নবীন ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশে আজ নারীর জয়জয়কার। গুরুত্বপূর্ণ সকল পদে নারীরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ দৃষ্টান্তকে ধারণ করে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে। মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা পারভীন, শিক্ষক পরিষদের সম্পাদক শিব্বির আহমেদ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক প্রফেসর শিল্পী সাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content