প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৩:০৭:৪৩
নতুন প্রবাসীরা প্রবাস জীবনের প্রথম থেকেই কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। তাহলে পরবর্তীতে আফসোস করতে হবে না!
১* অবশ্যই প্রবাসী হওয়ার আগে বাংলাদেশের তোমার পার্সোনাল অ্যাকাউন্ট করে প্রবাসে আসবে এবং প্রতি মাসে ভবিষ্যতের জন্য পার্সোনালি কিছু টাকা জমানো চেষ্টা করবে।
২* প্রবাসের প্রথম দিকে কখনো আরামের কাজ অলস বসে থাকা কাজ করার চেষ্টা করবে না। যে কাজ শিখতে পারবে এবং দক্ষতা অর্জন করতে পারবে সেগুলো করার চেষ্টা করবে তাহলে একটা সময় তুমি ভালো টাকায় ইনকাম করতে পারবে।
৩*প্রবাসে আসার পরে কাজ পাচ্ছো না হতাশাগ্রস্ত দেশে চলে যাওয়ার চিন্তা করতেছো? একদমই না কোনভাবেই দেশে যাওয়ার চিন্তা করবে না। পরিবারকে ঋণের সাগরে ভাসিয়ে এবং নিজের ভবিষ্যৎকে মাটি চাপা দিয়ে কখনো তুমি দেশে যেতে পারো না। এরকম পরিস্থিতিতে অবশ্যই ধৈর্য ধরো অবশ্যই সময় পরিবর্তন হবে।
৪*দূর প্রবাসে তুমি একা অবশ্যই তোমার নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং অবশ্যই তোমার নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হবে
৫* সবার সাথে হাসিমুখে কথা বলার চেষ্টা করো হাসি এমন একটা জিনিস যা মানুষের হৃদয় তুমি জয় করতে পারবে। যেকোনো কাজ শিখো যে কেউর কাছে মাথা নিচু করে পরবর্তীতে বাঁচো মাথা উঁচু করে।
৬*বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করো এবং যেকোনো পরিস্থিতিতে অতিরিক্ত টেনশন করবে না অনেক পরিস্থিতি তোমার কন্ট্রোলে নাই যা আপনি আপনি ঠিক হয়ে যাবে।
৭*সব ক্ষেত্রে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এবং যার যার ধর্ম অনুযায়ী এবাদত করার চেষ্টা করো সময় পেলে প্রিয়জনের সাথে কথা বলবে এবং আত্মীয়-স্বজনের খোঁজ খবর নিবে।
লিখেছেন : জলিল আহমেদ, মালয়েশিয়া প্রবাসী