প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ১১:৫০:২৭
প্রকাশ্যে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।বিএনপির সিনিয়র কয়েকজন কে রাজপথে দেখা গেলেও যারা এমপি-মন্ত্রী বা মিছিলের প্রথম সারিতে থাকেন মঞ্চে বসে থাকেন তাদের অনেকেই গা’ঢাকা দিয়ে আছেন।সে ক্ষেত্রে হঠাৎ করেই প্রকাশ্যে আসলেন এ বিএনপি নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে সরকার লুট করে ফেলেছে।
মঙ্গলবার (২৮) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অধিকার আমরা অর্জন করেছিলাম যে, আমরা আমাদের সরকার নির্বাচন করব। আল্লাহ যেন আমাদেরকে সেই অর্জনকে ফিরিয়ে দেন, যেটা এই সরকার লুট করে ফেলেছে। আজকে এই রজনীতে আমাদের প্রার্থনা হবে- আল্লাহ যেন আমাদের এই দুঃশাসন, এই অপশাসন, এই নিপীড়ন, এই জুলুম এই থেকে আমাদের মুক্তি দেন।’
নজরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রের সর্বক্ষেত্রে লুণ্ঠন, প্রায় প্রকাশ্যে লুট করা হচ্ছে দেশের সম্পদ এবং পাচার করা হচ্ছে বিদেশ। এই দেশটা শান্তিপূর্ণ হোক, এদেশের মানুষ সুখে থাকুক, সারা দুনিয়ার মানুষ থাকুক, বিশেষ করে সারা দুনিয়ার মুসলমানরা যেখানে কষ্ট করছে তাদের কষ্ট দূর হোক আমরা এই প্রার্থনা করি।’
গুম-খুনসহ নির্যাতিত কারাবন্দী নেতাকর্মীদের জন্যও দোয়া চান তিনি।
‘বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংলাপ’- শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
এছাড়াও উপস্থিত আছেন-জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হয়দার, গণফোরাম নেতা এ্যাড সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কায়সার কামাল, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) মিয়া মশিউজ্জামান, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, জাগপা সহ সভাপতি রাশেদ প্রধান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবদুল লতিফ মাসুম।