সারাদেশ

নৌকার মনোনয়ন ফরম কিনলেন সাদিক আবদুল্লাহ

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ১২:৪৫:৫২

শেয়ার করুন

নৌকার মনোনয়ন ফরম কিনলেন সাদিক আবদুল্লাহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল সদর আসন (বরিশাল-৫) থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের চতুর্থ পরিষদের সদ্য বিদায়ী মেয়র। চলতি বছরের ১৫ এপ্রিল সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে দল তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেয়। এরপর তিনি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করেন।

এবার দলীয় মনোনয়ন ফরম কিনে জানান দিলেন সংসদ সদস্য পদে লড়াইয়ের। দলীয় তথ্য মতে, ইতিমধ্যে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম কিনেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ৯ জন। তারা হলেন- জাহিদ ফারুক, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহমদ, এসএম জাকির হোসেন, সালাউদ্দিন রিপন, আরিফ হোসেন, মশিউর রহমান খান ও মোর্শেদা বেগম।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content