খেলাধূলা

পরবর্তী বিশ্বকাপের আগে যেদিকে মনোযোগ বিসিবির

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৩ , ১:৪০:০৮

0Shares

শেয়ার করুন

 

 

পরবর্তী বিশ্বকাপের আগে যেদিকে মনোযোগ বিসিবির
প্রত্যাশার প্রায় সবটাই পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ৮ ম্যাচে মাত্র ২ জয়। সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিয়ে শঙ্কা, সবমিলিয়ে এবারের আসরে ব্যর্থতার ষোলকলাই পূরণ করে ফেলেছে টাইগার ক্রিকেটাররা। আগের তিন আসরে অন্তত তিন ম্যাচ জয় করেছিল তারা। এবার সেটা নিয়েও আছে শঙ্কা।

এবার অবস্থায় বিসিবি ভাবনায় পরের আইসিসি ইভেন্ট। ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন কথা বললেন পরের বিশ্বকাপের ইস্যুতেও। ২০২৭ আসরের আগে কোথায় নজর রাখতে চায় বিসিবি, সেটাই আলাপ করলেন সাংবাদিকদের সামনে।

পুনেতে আজ বুধবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বাশার বলেছেন, ‘পরবর্তী বিশ্বকাপ আসার আগে আমাদের মেন্টাল স্কিল নিয়ে বেশি কাজ করা উচিত। স্কিলের দিক থেকে আমরা আগে যা ছিলাম, তা-ই আছি। বাকি দলগুলো অনেক প্রস্তুতি নিয়ে আসে। আমরাও প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে শক্ত মানসিকতার একটা ব্যাপার থাকে। আমার মনে হয়, এর পর বৈশ্বিক কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে আমাদের মেন্টাল স্কিল নিয়ে কাজ করা উচিত।’

বাংলাদেশ দলের জন্য মনোবিদের প্রয়োজনও দেখছেন বাশার, ‘আগেও একজন মনোবিদ কাজ করেছেন। আমার মনে হয় পুরো বছর যদি থাকেন সবসময় (ভালো হবে)। আমি কিন্তু বলেছি মেন্টাল স্কিলে আমরা আগে যা ছিলাম তা-ই আছি। আমাদের এই বোলাররাই ভালো খেলেছে, এই ব্যাটাররাই ভালো খেলেছে। কিন্তু বিশ্বকাপে এসে সেটি আর আমরা ধরে রাখতে পারিনি। বড় টুর্নামেন্টে মানসিকভাবে শক্ত থাকতে হবে, এট আমাদের শিখতে হবে।’

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content