প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৯:৩১:১৯
ওয়ানডে বিশ্বকাপ শেষে ক্রিকেট বিশ্বে ফের জেগে ওঠেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দামামা। আইপিএলে দলগুলো ব্যস্ত কোন ক্রিকেটারকে পরবর্তী মৌসুমের জন্য ধরে রাখবে, কাকে ছেড়ে দিয়ে কীভাবে দল সাজাবে তা নিয়ে। এদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। আর প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
গতকাল পিএসএল কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্টে এবারের আসরে ড্র্যাফট হবে ছয়টি ক্যাটাগরিতে। এসব ক্যাটাগরিতে এবার সব মিলিয়ে খেলবেন মোট ৪৯৩ জন বিদেশী ক্রিকেটার।
পিএসএলে এবার প্লেয়ার্স ড্র্যাফটে আছেন ২৮ জন বাংলাদেশী ক্রিকেটার। এদের মধ্যে সবথেকে বেশি দামী ক্যাটাগরিতে আছেন একমাত্র সাকিব আল হাসান। তিনি আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। আর এ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
এদিকে সাকিবের পর ড্র্যাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৬০ হাজার ডলার। তবে বাকি চারটি ক্যাটাগরিতে টাইগার ক্রিকেটারদের মধ্যে কারা আছেন তা জানা যায়নি।
এদিকে পিএসএলের আসন্ন এই আসর কবে অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি। তবে আগামী বছরের ফেব্রুয়ারীতে এ টুর্নামেন্ট শুরু হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।