রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশি ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ সিপিসি- ৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়। ঐ মামলার এজহার নামায় ৭৮ নম্বর আসামি ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. আসলাম মিয়া বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে আজ দুপুর ১টায় দিকে ঢাকার একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে র্যাব। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ