পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা চায় শান্তি। জনগণের এই শান্তি প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা নিরসলভাবে কাজ করছেন। যারা অগ্নিসন্ত্রাস আর সহিংসতার মাধ্যমে ক্ষমতায় বসতে চায় তাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই ভয়ে তারা নির্বাচনে আসতে চায় না। তাদের পায়ের নিচে মাটি নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলের কাছে তারা মার খেয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি বিশৃঙ্খলার মাধ্যমে ক্ষমতায় বসতে চায়। এজন্য তারা অগ্নিসন্ত্রাস, দাঙ্গা, হাঙ্গামা শুরু করেছে। মানুষ হত্যা করছে। ক্ষমতার জন্য উম্মাদ হয়ে উঠেছে। কিন্তু এসব অন্যায় কাজ করে কেউ কেউ পার পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছেলে শাহাদাত মান্নান অভি, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান প্রমুখ।
এর আগে মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে আশারকান্দির শংখপুর এলাকায় পাইপ লাইনের ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করেন। এছাড়া মন্ত্রী কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও শাহারপাড়া-নারায়ণপুর আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ