সারাদেশ

বরিশালে ট্রাকচাপায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু, চালক আটক

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ২:০৮:৫৪

0Shares

শেয়ার করুন

বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কে পণ্যবাহী ট্রাক চাপায় অটোরিক্সা যাত্রী মেডিকেল কলেজ শিক্ষার্থী শুভ নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়া সড়কের মুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক রিয়াজকে (২৪) আটক করেছে পুলিশ।

রাত সোয়া ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। আহত অটোরিকশা চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম তৌফিক রহমান শুভ। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। শুভ বাকেরগঞ্জের গোমা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি দুই ভাইবোনের মধ্যে ছোট ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই মাইনুল ইসলাম জানান, অটোরিকশাটি নথুল্লাবাদের দিকে যাচ্ছিলো। অন্যদিক নথুল্লাবাদ থেকে রূপাতলীর দিকে ট্রাকটি যাচ্ছিল। এসময় সংঘর্ষ ঘটলে মেডিকেল কলেজ ছাত্র শুভ ও অটোচালক আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, নিহতের লাশ মর্গে রয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content