সারাদেশ

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ২:৪৫:২৪

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বহেরা আজিজুল তছিমুদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১নভেম্বর) সকাল ১০টায় নতুন শিক্ষাক্রম ২০২২ সম্পর্কে অভিভাবকদের অবহিত করণের লক্ষ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বহেরা আজিজুল তছিমুদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আছাদুল হক।
বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিদ্যালয়ের ম্যানেজিং বিদ্যুৎশাহী সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাদুল হক।
বক্তরা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ ধরনের সমাবেশ সত্যিকার অর্থে বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অন্যতম বিষয় হলো শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি। অভিভাবকরা শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের ব্যাপারে একমত পোষন করেন।
এসময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার বাইন।

রেজাউল ইসলাম/


শেয়ার করুন

আরও খবর

Sponsered content