খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে খেলতে লেবানন এখন ঢাকায়

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ৫:১২:০৮

শেয়ার করুন

 

 

গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেই আজ সকালে ঢাকায় এসেছে লেবানন। ২১ নভেম্বর ঢাকায় কিংস অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে লেবানন।

প্রতিপক্ষ দল ঢাকায় পা রাখলেও বাংলাদেশ দল অস্ট্রেলিয়া থেকে এখন চীনের পথে। চীনের গুয়াংজুতে যাত্রা বিরতি দিয়ে আজ রাতে ঢাকায় পৌছাবেন জামালরা।

লেবানন গতকাল ফিলিস্তিনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। রাতে ম্যাচ খেলেই ভোররাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় লেবানন৷ বাংলাদেশ সময় সকাল সোয়া আটটায় পৌছায়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ঘন্টা দুই সময় লাগে। হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকেলে অনুশীলন করার কথা রয়েছে দলটির।

আন্তর্জাতিক নিয়মানুযায়ী ম্যাচের ৪৮ ঘন্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চার দিন আগে এসেছে। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯-২১ নভেম্বর আভ্যন্তরীন যাতায়াত ও আনুষাঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে৷

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content