এক্সক্লুসিভ

বিএনপি নেতা শিমুল বিশ্বাসের ভাই টুটুল গ্রেপ্তার

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ১০:৩১:১১

0Shares

শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছোট ভাই সহিদুর রহমান বিশ্বাস টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে পাবনা শহরের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামসুর রহমান শিমুল বিশ্বাস  এ তথ্য জানিয়ে বলেন, বিনা কারণে টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।

শিমুল বিশ্বাস অভিযোগ করে বলেন, পাবনা শহরের পুরান কুঠিবাড়ীতে তার বাড়ি থেকে সোমবার গভীর রাতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ পরিবারের সদস্যদের হয়রানি ও ভয়ভীতি দেখায়। ৯০ বছরে বেশি বয়সী মাকে ঘুম থেকে ডেকে তুলে চরম অমানবিক আচরণ করেছে।

এ ছাড়া পুলিশ একান্নবর্তী পরিবারের সব সদস্যের ঘরে ঘরে খোঁজাখুঁজির নামে ভীতি ও ত্রাসের সৃষ্টি করে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে শিমুল বিশ্বাসের ভাই টুটুলকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content