শ্রীলঙ্কার কলম্বো সফর শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১১টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
বৈঠক শেষে আলোচনার বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি কোন পক্ষই। তবে বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের এ বৈঠক।
এর আগে মার্কিন দূতাবাসের এক টুইটবার্তায় বলা হয়, রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র সচিব মোমেন দুই দেশের সম্পর্কের চলমান অগ্রগতি সম্পর্ক আলোচনা করতে বৈঠক করেছেন।
উল্লেখ্য, ১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। তবে স্বাভাবিক ছুটি থাকলেও এটা নিয়ে নানা আলোচনা হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ