সারাদেশ

মিরসরাইয়ে বিএনপির-জামায়াতের তিন নেতাকর্মী গ্রেফতার

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ১০:৩৬:২২

শেয়ার করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির-জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার তালাবাড়িয়া এলাকার বিএনপি কর্মী আলা উদ্দিন (৪০) ও পশ্চিম হাইতকান্দি এলাকার ফখরুল হাসান (২৮) ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি মোশারফ হোসেন (৪২)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা ছিল। সোমবার (৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content